০৪ | সেবা পাবার ধাপ | নাম জারী / মিউটেশন | উপজেলা ভূমি অফিস | ৫/ টাকা কোট ফি দিয়ে নির্ধারিত ফরমে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। নামজারী মঞ্জুর হলে নির্ধারিত ফি দিয়ে দাখিলা খতিয়ান ডি,সি,আর নিতে হবে।ফিয়ের বর্ণনাঃ রেকর্ড সংশোধন ফি ২০০/ টাকা।প্রতি কপি মিউটিশন খতিয়ান ফি ৪৩/টাকা।নোটিশ জারি ফি ২/ টাকা অনধিক ৪ জনের জন্য।০৪ জনের অধিক হলে .৫০/টাকা হিসেবে আদায় করা হবে। | আবেদনের সাথে দাখিলকৃত দলিল র্পূব মালিকের ও রের্কডীয় মালিকের দলিল পত্র রের্কড যাচাই অন্তে সহকারী কমিশনার (ভূমি) আবেদন কারীর নামে ৪৫কার্য দিবসের মধ্যে নামজারী মঞ্জুর করে নতুন খতিয়ান/ হোল্ডিং সৃজন করবেন। |
নাম জারী রিভিউ/ পূনঃ বিবেচনা | উপজেলা ভূমি অফিস | পূর্বের নামজারী মঞ্জুর হলে ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ৫/ টাকা কোট ফি দিয়ে আবেদন করতে হবে। | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোল্ডিং দেখে বকেয়া /দাবীর পরিমান অনুযায়ী কর আদায় পূর্বক ২ নং রেজিস্টারে উত্তোলন করে দাখিলা কেটে দিবেন। | ||
ভূমি উন্নয়ন কর পরিশোধ | ইউনিয়ন ভূমি অফিস | বাংলা সালের ৩০ চৈত্রের পূর্বে ভূমি মালিক বা তার পক্ষে যে কেহ ইউঃ ভূমি অফিসে গিয়ে হোল্ডিং দেখে বকেয়ার পরিমান অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ করে সাথে সাথে দাখিলা গ্রহন করতে হবে। | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোল্ডিং দেখে বকেয়া /দাবীর পরিমান অনুযায়ী কর আদায় পূর্বক ২ নং রেজিস্টারে উত্তোল করে দাখিলা কেটে দিবেন। | ||
হাট বাজারে ভূমি বন্দোবস্ত | উপজেলা ভূমি অফিস | ৫/ টাকা কোট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।আবেদনের সাথে দোকানের বিবরণ থাকতে হবে।বন্দোবস্ত অনুমোদিত হলে উপজেলা ভূমি অফিস হতে নির্ধারিত ফি জমা দিয়ে ডি,সি,আর নিতে হবে। এ বন্দোবস্ত প্রতি বছরেই নবায়ন করতে হবে। | সহকারী কমিশনার (ভূমি) আবেদন প্রাপ্তির পর ইউঃ ভূমি সহঃ কর্মকর্তার প্রতিবেদনে ও সার্ভেয়ার তদন্ত / স্কেচম্যাপ সহ মিস কেস জেলা প্রশাসক মহোদয়ের নিকট উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রেরন করবেন। জেলা প্রশাসক মহোদয় অনুমোদন করবেন। | ||
ভি,পি সম্পত্তি নবায়ন | উপজেলা ভূমি অফিস | ৫/ টাকা কোট ফি দিয়ে সাদা কাগজে উপজেলা নির্বাহী অফিসার / সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমি তফসিল উল্লেখ র্পূবক লীজ নবায়নের আবেদন করতে হবে | উপজেলা নির্বাহী অফিসার মহোদয় লীজ নবায়ন অনুমোদন দিবেন। | ||
কৃষি খাস জমি বন্দোবস্ত | উপজেলা ভূমি অফিস | নির্ধারিত ফরমে ভূমি হীন ও দুস্থ / মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে উপজেলা ভূমি অফিস সর্বোচ্চ এক একর ভূমি জন্য কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদনের করতে পারেন। | আবেদন প্রাপ্তির পর উপজেলা ও জেলা কমিটির সভা অনুমোদনের পর সহকারী কমিশনার (ভূমি) বন্দোবস্ত প্রস্তাবের নামে কবুলিয়ত সম্পাদন করে দিবেন। | ||
সিলিং বহির্ভূত জমি সমর্পন পিও/৯৮ এর রিটান দাখিল | উপজেলা ভূমি অফিস | ৬০ বিঘার উর্দ্ধে কৃষি জমি অর্জিত হলে তা সরকার বরাবর সমর্পন জন্য সহকারী কমিশনার (ভূমি) কে বিবরণ দিতে হবে। পিও /৯৮ এর রিটান সংশোধনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। | সহকারী কমিশনার (ভূমি) শুনানী গ্রহনান্তে সিদ্ধান্ত দিবেন এবং ভূমি উন্নয়ন কর নির্ধারন করবেন। | ||
ভুমি উন্নয়ন কর বকেয়ার জন্য সার্টিফিকেট মামলার আপীল | উপজেলা ভূমি অফিস | সহকারী কমিশনার (ভূমি) এর রায়/ আদেশের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবরে আপীল/ রিভিশন দায়ের করা যাবে। | পক্ষগনের শুনানী গ্রহন করে জেলা প্রশাসক মামলা নিষ্পত্তি করবেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস