০২ নামজারী ও জমাভাগ কেসের ডুপ্লিকেট পর্চা প্রদান আবেদনের তারিখ হতে ৪৫ কর্মদিনের মধ্যে ডুপ্লিকেট পর্চা প্রদান করা হয়।
০৩ নামজারী ও জমাভাগ কেসের আদেশের নকল প্রদান জরুরী হলে ৩ দিন এবং সাধারণ হলে ৭ দিনের মধ্যে নকল সরবরাহ করা হয়।
০৪ দেওয়ানী আদালতের রায়/আদেশমূলে রেকর্ড সংশোধন ভূমি ব্যবস্থাপনা বিধান মতে ব্যবস্থা গৃহীত হয়।
০৫ মিস মোকদ্দমার মাধ্যমে রেকর্ডের ভুল সংশোধন ১৪৩,১১৭ ও ১১৬ ধারার বিধান মতে কোন কেসের ভুল আদেশ প্রদান হলে ১৫০ ধারা মতে আবেদন গ্রহণ এবং সল্প সময়ের মধ্যে বিচার কার্য সমাধান।
০৬ ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান জণগনের নিকট হতে আবেদন গ্রহণ এবং উহা যাচাই-বাছাই পূর্বক নথি সৃজন করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ।
০৭ অকৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান জণগনের নিকট হতে আবেদন গ্রহণ এবং উহা যাচাই-বাছাই পূর্বক নথি সৃজন করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ।
০৮ অর্পিত সম্পত্তির নবায়ন জণগনের নিকট হতে আবেদন গ্রহণ ও যাচাই অন্তে নবায়নের আদেশ প্রদান ।
০৯ অর্পিত সম্পত্তির নাম পরিবর্তনসহ নবায়ন জণগনের নিকট হতে আবেদন গ্রহণ ও যাচাই অন্তে নবায়নের আদেশ প্রদান ।
১০ হাট-বাজারের চান্দিনাভিটি একসনা বন্দোবস্ত প্রদান।
১১ হাট-বাজারের চান্দিনাভিটি বন্দোবস্তের নবায়ন আবেদন গ্রহণের পর সরেজমিনে তদন্ত এবং যাচাই অন্তে প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রস্তাব প্রাপ্তির পর জেলা প্রশাসক এর অনুমোদনের জন্য প্রেরণ।
১২ হাট-বাজারের চান্দিনাভিটির লীজগ্রহিতার নাম পরিবর্তনসহ নবায়ন আবেদন প্রাপ্তির পর বিধিমতে নবায়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS